ফ্রান্সের তিনটি মসজিদে ইসলামবিদ্বেষীদের হামলা
ফ্রান্সে ইসলামবিদ্বেষী হামলার শিকার হয়েছে তিনটি মসজিদ। শনিবার রাতে দেশটির মঁলেবুঁ, পঁটারলিয়ে ও রুবে শহরের মসজিদ এই হামলার শিকার হয়।
ফ্রান্সে প্রবাসী তুর্কি মুসলমানদের সংগঠন টার্কিশ ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স (ডিআইটিআইবি) এই তথ্য জানায়।
ডিআইটিআইবি জানায়, হামলাকারীরা মসজিদের দেয়ালে ক্রস ও ইসলামবিদ্বেষী স্লোগান এঁকে দিয়েছিলো।রোববার প্রকাশিত সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের মসজিদে হীন আক্রমণের নিন্দা জানাচ্ছি।’
এতে আরো বলা হয়, ‘আমরা নিরাপত্তা বাহিনী ও ফরাসি কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য এবং ফরাসি জনগণকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেশের শান্তি ও একত্রে বাস করার চেতনাকে ক্ষতিগ্রস্ত করা কাজের বিরুদ্ধে আমরা ঐক্যের আহ্বান জানাচ্ছি এবং এই ধরনের উসকানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে বিচক্ষণ আচরনের জন্য নিবেদন করছি।’
ফ্রান্সসহ ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমবিদ্বেষ লক্ষ্যণীয় হারে বেড়ে চলছে। ইউরোপের দেশগুলোতে উগ্র জাতীয়তাবাদ ও বিদেশীদের বিরুদ্ধে ঘৃণার মনোভাবের উত্থানের সাথে সাথে আইএস ও আলকায়েদাসহ উগ্রবাদী মুসলিম সংগঠনগুলোর সন্ত্রাস ও শরণার্থী সংকট ইউরোপীয়দের মধ্যে ইসলামবিদ্বেষ সম্প্রসারণ করেছে।
ফ্রান্স ইউরোপের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ। দেশটির ছয় কোটি ৭০ লাখ জনসংখ্যার প্রায় ৫০ লাখই মুসলমান।
সূত্র : ডেইলি সাবাহ