Breakingনগরজীবন

বকেয়া হোল্ডিং করের সারচার্জ মওকুফ করা হবেঃ মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব বিবেচনায় বকেয়া থাকা হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।

সোমবার (২৪ মে) দুপুরে গুলশানের নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।

ডিএনসিসি মেয়র বলেন, করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কর দাতাদের হোল্ডিং কর দেওয়ার সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি ৩০ জুনের মধ্যে একসঙ্গে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে। এ সুযোগ নেওয়ার জন্য কর দাতাদের অনুরোধ জানান আতিকুল ইসলাম।

তিনি বলেন, হোল্ডিং কর আদায়ের সুবিধার্থে রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়গুলো সরকারি ছুটির দিন (শনিবার) খোলা থাকবে। এছাড়া ডিএনসিসি মেয়র নগরবাসীর প্রতি সময়মতো পৌরকর পরিশোধ করার এবং নিজেদের নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 4 =

Back to top button