বছরের শেষটা আমার জন্য স্পেশাল হবে: তাহসান
বাংলাদেশের জনপ্রিয় তারকা তাহসান খান। গান লিখেন, সুর করেন আবার সেই গান নিজ কণ্ঠেও ধারণ করেন। ‘হ্যান্ডসাম লুকিং’ এর কারণে টেলিভিশন নাটকেও বেশ জনপ্রিয়। করেছেন চলচ্চিত্রেও অভিনয়। সম্প্রতি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় বসে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দেন তাহসান।
বিভিন্ন প্রশ্নের মধ্যে সাক্ষাৎকারটিতে ২০১৯ সাল কেমন কাটল এর জবাবে তাহসান বলেন, ‘বছরের শেষটা আমার জন্য স্পেশাল হবে। এটা ভালো খবর।
কারণ ওই সময় আমার ১০০ তম নাটক রিলিজ পাবে। শেষদিকে আরেকটা গান বেরোচ্ছে সেটা রিলিজ পাবে। গানটা হলো ‘কী হতো ভুলে গেলে।’
এই গানটার মজার একটা গল্প আছে। যেদিন আমি গানটা রেকর্ডিং করি সেদিন আমার ড্রাইভার ছিলেন। উনি পরে বললেন, ভাই এই গানটা আমাকে দেন। এটা আমি শুনি, গাড়িতে রাখি। কিছু গান এমনভাবে মানুষের কাছে পৌঁছে যায় আমি ঠিক এক্সপেক্ট করি না।
এই গানটা মনে হয় সেরকম একটা গান হতে পারে, যেসব গান অনেকদিন বেঁচে থাকতে পারে। ভালো খবর গুলোর মধ্যে আরেকটি হলো- নতুন একটি ফিল্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। ঘটা করে অনুষ্ঠান করে জানাবো আপনাদের। একটু অপেক্ষা করতে হবে।’