বরখাস্ত হলেন বার্সা কোচ সেতিয়েন
শিরোপাহীন মৌসুম এবং বায়ার্ন মিউনিখের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর বরখাস্ত করা হয়েছে বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনকে। মঙ্গলবার (১৮ আগস্ট) বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮ গোলে বিধ্বস্ত হওয়ার আগে থেকেই বার্সায় নিজের জায়গাটা নড়বড়ে হয়ে গিয়েছিলো। মৌসুমের শেষ শিরোপা জয়ের সুযোগটাও যখন হাতছাড়া হয়ে যায় তখন কিকে সেতিয়েনের বিদায়টা সময়ের ব্যাপার হয়ে গিয়েছিলো। তাই, বার্সেলোনার বোর্ডের সভা শেষে জানিয়ে দেওয়া হলো সামনের মৌসুমে কাতালানদের ডাগআউটে থাকছেন না কিকে সেতিয়েন।
২০২০ সালের ১৪ জানুয়ারি আর্নেস্টো ভালভার্দেকে বরখাস্ত করে কিকে সেতিয়েনের হাতে তুলে দেওয়া হয় বার্সেলোনার দায়িত্ব। তবে লা লিগায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হাতছাড়া এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হারের পর ত্বরান্বিত হয় সেতিয়েনের বরখাস্তের সিদ্ধান্ত। দায়িত্ব নেওয়ার ঠিক সাত মাসের মাথায় চাকরি হারালেন সেতিয়েন।
এই সাত মাসে তিনি ২৫টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে ১৯টি লা লিগার, ৩টি চ্যাম্পিয়ন্স লিগের এবং ৩টি কোপা ডেল রে’র। তার অধীনে ১৬টি ম্যাচে জয় পেয়েছে কাতালানরা; চারটি ম্যাচে পরাজিত হয়েছে এবং ৫টি ম্যাচ ড্র করেছে।