বসুন্ধরার অস্থায়ী করোনা হাসপাতালে সেবা প্রদান কার্যক্রম শুরু
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অস্থায়ীভাবে প্রস্তুত করা ২০০০ শয্যার করোনা হাসপাতালে সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, বসুন্ধরা কনভেনশন সেন্টারকে হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। এখানে দুই হাজার শয্যা প্রস্তুত করা হয়েছে।
বেসরকারি উদ্যোগে বসুন্ধরা গ্রুপ তাদের জমি ও অবকাঠামো ব্যবহার করতে দিলেও হাসপাতাল বানানোর মূল কাজটি করেছে বাংলাদেশ সরকার।
এর আগে, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর জানান, এই হাসপাতাল নির্মাণের জন্য প্রায় আড়াই লক্ষ বর্গফুট জায়গা সরকারকে অস্থায়ীভাবে ব্যবহার করতে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার নতুন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি দিনদিন আরো খারাপের দিকে যাচ্ছে।