Lead Newsজাতীয়

বস্তিবাসীকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেওয়া হবেঃ প্রধানমন্ত্রী

গৃহহীন ১৬০টি পরিবারের হাতে ঘরের চাবি এবং নগদ তিন হাজার করে টাকা হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সচিবগণ গৃহহীন এসব পরিবারের হাতে চাবি ও নগদ টাকা তুলে দেন। এসময় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সচিবগণের নেয়া এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান।

পঁচাত্তরের পর দেশ খুনিদের দখলে চলে গিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তখন জনগণের দুঃখ দুর্দশা শুরু হয়েছিলো।

প্রধানমন্ত্রী বলেন ঢাকার বস্তিবাসীদের নিজেদের যার যার গ্রামে পাঠিয়ে দিয়ে খাবার দাবারের ব্যবস্থা করা হবে। সকলকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেবে সরকার। খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, দেশের কোন জমি অনাবাদি রাখা যাবেনা। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার ব্যবস্থা করে দেয়া হবে। করোনাকালে গ্রাম পর্যায়ে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গরীব দুঃখি মানুষের দিকে খেয়াল রাখতে হবে। সবাই মিলেমিশে কাজ করলে বাংলাদেশে কোন দরিদ্র থাকবে না এবং বেশ দ্রুত এগিয়ে যাবে দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =

Back to top button