বাংলাদেশকে ২ লাখ ৩১ হাজার ডলার অনুদান দিচ্ছে এডিবি
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলার জন্যে ২ কোটি ৩১ হাজার ১৭৮ ডলার অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থ ১৩৪টি নগর স্বাস্থ্য কেন্দ্রের জন্যে এই অর্থ ব্যয় করা হবে।
এডিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, নয়টি সিটি করপোরেশন এবং ৪ টি পৌরসভায় অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রগুলো এডিবি-সমর্থিত নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা সরবরাহ বিতরণ প্রকল্পের আওতায় শহুরে দরিদ্রদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করবে।
তিনি বলেন, সরকার করোনা সংকট মোকাবিলায় যে প্রচেষ্টা চালাচ্ছে, সেটি আরও জোরদার করতে এই অনুদান সহায়ক হবে। এটা দিতে পেরে আমরা সন্তুষ্ট।
এই উদ্যোগটি বাংলাদেশের নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আট মিলিয়নেরও বেশি শহুরে দরিদ্র মানুষকে সেবা দেবে।
এই সহায়তা হ্যান্ড ওয়াশিং স্টেশন স্থাপন ও স্ক্রিনিং বুথ স্থাপন, প্রকল্পের আওতায় কর্মরত প্রায় ২ হাজার ৭০০ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীকে পিপিই-ও দেয়া হবে। এছাড়া কোভিড-১৯ প্রতিরোধ ও পরিচালনা সম্পর্কে সচেতনতা কর্মসূচি চালু এবং প্রশিক্ষণ দেয়ায় সহায়তা করবে।
অনুদান সহায়তা নগরের অর্থায়ন অংশীদারিত্ব সুবিধার আওতায় এডিবি’র নগর জলবায়ু পরিবর্তন প্রতিরোধ ক্ষমতা ট্রাস্ট তহবিল থেকে উৎসাহিত করা হয়।
জরুরী পরিস্থিতিতে বাংলাদেশকে সুনিদির্ষ্ট সহায়তার ক্ষেত্রে এডিবির দ্রুত সাড়া দেয়ার ক্ষেত্রে অতীতের জোরালো রেকর্ড রয়েছে।
গত ৭ মে, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আরো ৫০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে। গত ৩০ এপ্রিল এডিবি বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করে। সূত্র : বাসস