বাংলাদেশসহ ছয়টি দেশের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সিঙ্গাপুর
সিঙ্গাপুর বাংলাদেশসহ ছয়টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। বুধবার (২৭ অক্টোবর) থেকে এসব দেশের থেকে যাত্রীরা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবে।
শনিবার দেশটির সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এখবর জানিয়েছে। বাংলাদেশ ছাড়া অপর দেশগুলো হলো ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্বল্প মেয়াদের পর্যটক ছাড়া এই ছয়টি দেশে ১৪ দিনের ভ্রমণ থাকলেও দেশটিতে ভ্রমণ বা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবেন। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের জন্যও ভ্রমণ বিধিনিষেধ শিথিল করা হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব দেশের ভ্রমণকারীদের সিঙ্গাপুরের কঠোর সীমান্ত পদক্ষেপ মেনে চলতে হবে অর্থাৎ নির্ধারিত স্থানে দশ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে কিছু দিন ধরে স্থিতিশীল আছে। তাই এসব দেশের ভ্রমণকারীদের এখানে আসা ঠেকাতে কঠোর বিধিনিষেধের প্রয়োজন নেই।