Lead Newsআন্তর্জাতিক

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রশংসনীয়ঃ  বিমসটেক মহাপরিচালক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন বিমসটেকের নবনিযুক্ত মহাপরিচালক তেনজিন লেখফেল।

এই প্রসঙ্গে তিনি বাংলাদেশ কীভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করছে তা বিশেষভাবে উল্লেখ করেন।

বুধবার বিমসটেকের মহাপরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাতকালে এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তেনজিন লেখফেল।

এ সময় প্রধানমন্ত্রী আশা করেন যে সামনের দিনগুলোতে কোভিড পরিস্থিতি আরও উন্নত হবে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভুটানের ভূমিকার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ভুটানই প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

বৈঠককালে বিমসটেকের নতুন মহাপরিচালক প্রধানমন্ত্রীকে তার দেশের রাজা ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + five =

Back to top button