বাংলাদেশের কোন জেলায় কতজন আক্রান্ত
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা এখন ১২ হাজার ৪২৫ জন এবং মৃতের সংখ্যা ১৯৯ জন।
এদিকে রাজধানী ঢাকার উপর থেকে এই মরণঘাতি ভাইরাসে ভয়াবহ প্রকোপে এখনো কাটেনি। করোনা সংক্রমণে লোকাল ট্রান্সমিশন পর্যায় চলছে ঢাকা সিটিতে। জনবহুল ও নমুনা সংগ্রহ সহজ লভ্য হওয়ায় শুধু ঢাকায় সিটিতে আক্রান্ত ৫৮ দশমিক ৬৫ শতাংশ আর সম্পূর্ণ ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ৮৪ শতাংশ।
মৃত্যুর সংখ্যাতেও এগিয়ে আছে ঢাকা সিটি। ঢাকা সিটিতে এখন পর্যন্ত মোট মারা গেছেন ১০০ জন।
বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা বিভাগেই সর্বমোট আক্রান্ত আট হাজার ৩৫ জন। এর মধ্যে শুধু ঢাকা সিটিতে পাচ হাজার ৬৭৪, নারায়ণগঞ্জে এক হাজার ৭২, গাজীপুরে ৩২৮, কিশোরগঞ্জে ২০২, মাদারীপুরে ৫৩, মানিকগঞ্জে ২৮, মুন্সীগঞ্জে ১৭০, নরসিংদীতে ১৬৭, রাজবাড়ীতে ২৩, ফরিদপুরে ২১, টাঙ্গাইলে ৩০, শরীয়তপুরে ৫৪, গোপালগঞ্জে ৪৫, ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে ১৬৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
এদিকে চট্টগ্রামে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫৫ জন। বিভাগটিতে আক্রান্তের সংখ্যা এক শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে চার দশমিক ৭০ শতাংশ। চট্রগ্রাম বিভাগে করোনার হটস্পট চিহ্নিত হয়েছে কুমিল্লা জেলা। কুমিল্লায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩০ জন। এছাড়াও চট্টগ্রাম জেলায় ১১২, কক্সবাজারে ৪০, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬, লক্ষ্মীপুরে ৪৫, বান্দরবান ৪, খাগড়াছড়িতে ২, নোয়াখালীতে ২২, ফেনীতে ৭, চাদপুরে ৩৭ জন আক্রান্ত হয়েছে। চট্রগ্রাম বিভাগে মারা গেছে সর্বমোট ১০ জন।
বৃহত্তর ময়মনসিংহ বিভাগে জামালপুরে ৭৯, নেত্রকোনায় ৬২, শেরপুরে ২৭, ময়মনসিংহ জেলায় ১৯৮ জনসহ মোট ৩৬৬ জন আক্রান্ত। এখন পর্যন্ত ময়মনসিংহে মারা গেছে মোট ছয় জন।
রংপুরের গাইবান্ধায় ২৪, নীলফামারীতে ৩১, লালমনিরহাটে ৪, কুড়িগ্রামে ২২, দিনাজপুরে ২৯, ঠাকুরগাঁওয়ে ২০, রংপুর জেলায় ৮২, পঞ্চগড়ে ৮ জনসহ মোট ২২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন একজন।
এছাড়াও খুলনায় ১৭, ঝিনাইদহে ৩৩, যশোরে ৭৫, চুয়াডাঙ্গায় ১৫, বাগেরহাটে ২, মাগুরা ৮, মেহেরপুর ৪, কুষ্টিয়া ১৮, সাতক্ষীরা ৪ ও নড়াইলে ১৩ জনসহ মোট ১৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। খুলনা বিভাগে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
আর বরিশাল বিভাগে জেলায় ৪৪, বরগুনায় ৩৩, পটুয়াখালীতে ২৮, ভোলাতে ৬, ঝালকাঠিতে ১০ জনসহ মোট ১২১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর মৃত্যু হয়েছে ২ জনের। তবে পিরোজপুরে আক্রান্ত ১০ জন বর্তমানে করোনা মুক্ত হয়ে সুস্থ আছেন।
সিলেটের মৌলভিবাজারে ২৯, সুনামগঞ্জে ৩৬, হবিগঞ্জে ৭০, সিলেট জেলায় ২৭ জনসহ মোট ১৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিলেটে এখন পর্যন্ত পাচজনের মৃত্যু হয়েছে।
এদিকে রাজশাহী জেলায় ২৬, জয়পুরহাটে ৩৪, বগুড়ায় ১৮, নওগায় ১৭, সিরাজগঞ্জে ৪, নাটোর ১১, চাপাইনবাবগঞ্জে ২ ও পাবনায় ১৬ জনসহ মোট ১২৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। রাজশাহী বিভাগে মোট মৃত্যু চারজন।
করোনাভাইরাসে সারাবিশ্বের সাথে পাল্টে গেছে বাংলাদেশের জীবন যাত্রার চিত্র। এদিকে সংক্রমণ ঠেকাতে বেড়েছে লকডাউন স্থানের সংখ্যা। দেশে বর্তমানে সম্পূর্ণ লকডাউন করা হয়েছে প্রায় ৩৯৫টি উপজেলা, ৪৯টি জেলা ও ৩টি বিভাগ।