কর্পোরেট
বাংলাদেশের পোশাকশিল্পের উন্নয়নে পাশে থাকবে নেদারল্যান্ডস
বাংলাদেশের পোশাক শিল্পের উন্নতির জন্য নেদারল্যান্ডস বাংলাদেশের পাশে থাকবে। ঢাকায় নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেছেন।
আজ সোমবার এক টুইট বার্তায় রাষ্ট্রদূত লিখেছেন, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির ইঞ্জিন আরএমজি নিয়ে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসানের সাথে আলোচনা করে সম্মানিত বোধ করছি। এই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এই গতিশীলতাকে আরো এগিয়ে নিয়ে যেতে নেদারল্যান্ডস বাংলাদেশের পাশে রয়েছে।
বিজিএমইএ সূত্রে জানা গেছে, রোববার (২৯ আগস্ট) বিজিএমইএ’র গুলশানস্থ পিআর অফিসে উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।