Lead Newsকরোনাভাইরাসজাতীয়

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়াল

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৭০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১২ হাজার ৪২৫ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।

বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আর কোনো মৃত্যু ঘটেছে কি না, সে তথ্য বিফ্রিংয়ে জানানো হয়নি।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ৩৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৩৮২টি, পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৭টি। এ সময়ে সুস্থ হয়েছেন ১৩০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯১০ জন।

নাসিমা সুলতানা আরও বলেন, গতকালও ৩৭৭ জন সুস্থ হয়েছেন। তবে তা ব্রিফিংয়ে জানানো হয়নি। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ১০৭ জনকে। ছাড় দেয়া হয়েছে ৪৩ জনকে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৮ লাখ ৩৩ হাজার ৫৪৭ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৩ লাখ ৬ হাজার ৩৪৫ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৬৫ হাজার ২১০ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =

Back to top button