Lead Newsকরোনাভাইরাসজাতীয়

বাংলাদেশে করোনায় মৃত্যুতে এগিয়ে বয়স্করা, আক্রান্ত বেশি হচ্ছে তরুণ-যুবকরা

বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে ২৮ শতাংশের বয়স ২১ থেকে ৩০ এবং ২৭ শতাংশের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে৷ সেই তুলনায় ষাটোর্ধ্ব মানুষের আক্রান্তের হার তুলানামূলক কম, ৭ শতাংশ৷ তবে এই বয়সের মানুষ মারা যাচ্ছেন বেশি৷ ৫১ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে আক্রান্তের হার ১৭ শতাংশ৷

আক্রান্তদের মধ্যে মারা যাচ্ছেন বেশি ষাটোর্ধ্ব ব্যক্তিরা। করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে ৩৯ শতাংশই ষাটোর্ধ্ব ।  ৫১ থেকে ৬০ বছর বয়সি করোনা রোগীদের মধ্যে মারা গেছেন ২৯.৬ শতাংশ আর ৪১-৫০ বছর বয়সের ১৭.৪ শতাংশ। যুবকরা বেশি আক্রান্ত হলেও তাদের মৃত্যু হার অনেক কম।

আইইডিসিআর-এর ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ৩১-৪০ বছর বয়সের যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মারা গেছেন ৮.২৯ শতাংশ আর ২১-৩০ বছর বয়সের ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ৩.৪ শতাংশ।

বাংলাদেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে৷ শুক্রবার (৫ জুন) নতুন করে আরো ২ হাজার ৮২৮ জন রোগী শনাক্ত হওয়ায় মোট রোগী ৬০ হাজার ৩৯১ জন৷ এদিন আরো ৩০ জনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা ৮১১৷

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়৷ এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি৷

বাংলাদেশে নারীদের তুলনায় পুরুষদের সংক্রমণের হার অনেক বেশি৷ মোট শনাক্তদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ এবং ২৯ শতাংশ নারী৷ পুরুষদের মৃত্যু হারও নারীদের তুলনায় বেশি৷

এদিন আরো ৬৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন৷ মোট সুস্থ ১২ হাজার ৮০৪ জন৷ দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২০ শতাংশ৷ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + twelve =

Back to top button