Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা
বাংলাদেশে করোনা টিকার ৩য় পর্যায়ের ট্রায়ালে ঢাকা-দিল্লি ‘নীতিগতভাবে’ সম্মত
ভারতে পরীক্ষার পর বাংলাদেশেও কোভিড-১৯ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল করতে ঢাকা ও দিল্লি ‘নীতিগতভাবে সম্মত’হয়েছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তারা এই পরীক্ষাগুলো চালুর পরপরই বাংলাদেশে কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শুরু করতে প্রস্তুত।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানায়, প্রস্তাবটিতে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে।
ভারতের মন্ত্রী বলেন, ‘পরীক্ষাগুলো আমাদের মধ্যে সহযোগিতা জোরদার, ভবিষ্যতে বিতরণ এবং টিকাগুলোর যৌথ উৎপাদনের জন্য প্রক্রিয়াগুলো সহজ করতে সহায়তা করবে।’
মন্ত্রী আরও বলেন,‘আমরা টিকা পরীক্ষার পাশাপাশি বিতরণ ও উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার প্রত্যাশা করছি। এই সকল প্রচেষ্টায় বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। ’