Lead Newsজাতীয়

বাংলাদেশ ধনী বাড়ার সংখ্যায় প্রথম

যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ‘ওয়েলথ এক্স’ গত ১৪ মে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বিগত এক দশকে ধনী ব্যক্তির সংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে থাকা দশটি দেশের একটি তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ সেই তালিকায় এক নম্বরে আছে।

প্রতিবেদন বলছে, এই সময়ে বাংলাদেশে প্রতিবছর গড়ে ১৪ দশমিক তিন শতাংশ হারে ধনাঢ্য ব্যক্তির সংখ্যা বেড়েছে।

যাদের সম্পদের পরিমাণ ৫০ লাখ ডলারের বেশি তাদের তথ্যই এ তালিকায় স্থান পেয়েছে। এশিয়ার এই দেশটিতে সম্পদশালী ব্যক্তির সংখ্যা গত এক দশকে প্রতিবছর বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ হারে।

তালিকায় আফ্রিকার একমাত্র প্রতিনিধি কেনিয়া৷ সেদেশে ১৩ দশমিক এক শতাংশ হারে ধনীর সংখ্যা বেড়েছে।
ওয়েলথ এক্স-এর তালিকায় শীর্ষ দশ দেশের মধ্যে ছয়টিই এশিয়ার। গত এক দশকে চীনে ধনী ব্যক্তির সংখ্যা প্রতিবছর বাড়ার গড় হার ছিল ১৩ দশমিক পাঁচ শতাংশ।
তবে এই সময়ে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি থাকা বিশ্বের শীর্ষ ৩০ শহরের ২৬টিই ছিল চীনের।

তালিকায় ইউরোপের একমাত্র প্রতিনিধি দেশ আয়ারল্যান্ডে বছরে ধনী ব্যক্তির সংখ্যা বৃদ্ধির গড় হার ছিল সাত দশমিক ১ শতাংশ।

সূত্র- ডয়েচেভ্যালে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 10 =

Back to top button