অপরাধ ও দূর্ঘটনানগরজীবন
বাংলাদেশ ব্যাংকের ক্যান্টিনে আগুন
রাজধানী ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের বাইরে ক্যান্টিনের গ্রাউন্ড ফ্লোরে কাগজের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বুধবার (২৪ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদত হোসেন।
তিনি বলেন, ১ টা ৩৮ মিনিটে এ বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের বাইরে ক্যান্টিনের কাগজের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে।
জানা যায়, বাংলাদেশ ব্যাংক এরিয়ার ভেতরে ভোগ্যপণ্যের দোকানের পাশের খালি জায়গায় রাখা কাগজপত্রে আগুণ লাগে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা পানি ছিটিয়ে কিছুক্ষণের মধ্যে তা নিভিয়ে ফেলেন।
যদিও অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিসের কর্মীরা।