Lead Newsআন্তর্জাতিক

বাইডেনের শপথ গ্রহন অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান আগামী ২০ জানুয়ারি। এদিন বাইডেনের শপথ অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। বিশেষ করে ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার পর এ আশঙ্কা আরও জোরালো হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষণে বলছে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল বিল্ডিং) হামলার পর থেকে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী ভাবতে শুরু করেছে ট্রাম্পের কট্টর সমর্থকরা। এখনো তারা অনলাইনে নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের সহিংসতার আহ্বানও জোরালো হচ্ছে।

৬ই জানুয়ারি ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্প সমর্থকরদের নজিরবিহীন তাণ্ডবে এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারায় ৫ জন। এ ঘটনার পর দোষীদের শনাক্ত করে গ্রেফতার করতে শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + six =

Back to top button