করোনাভাইরাসবিবিধ

বাজার নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন মোস্তফা

দিনাজপুরের বীরগঞ্জে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার ভ্যানে করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন গ্রাম পুলিশ সদস্য মোস্তফা কামাল। করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের না হতে পারায় এভাবেই ন্ম্নিআয়ের মানুষকে তিনি সহায়তা করছেন।

বৃহস্পতিবার সকালে দেখা যায়, বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউপির গ্রাম পুলিশ সদস্য মোস্তফা কামাল নিজ এলাকা ধুলাউড়ী গ্রামে ভ্যানে করে বাজার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। ওই এলাকার ধুলাউড়ী আশ্রয়ণ প্রকল্প, দক্ষিণ ফরিদপুর এলাকাসহ বেশ কয়েকটি এলাকার নিম্নআয়ের মানুষের মাঝে বাজার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি। বাজারে রয়েছে আলু, পাটশাক, ডাটা শাক, মরিচ, বেগুন, লাউসহ অন্যান্য শাক-সবজি।

গ্রাম পুলিশ মোস্তফা কামাল বলেন, এখন শাক-সবজির দাম ততোটা না। এরপরও নিম্নআয়ের হতদরিদ্র পরিবারগুলো সেগুলোও খেতে পারছেন না। আবার অনেকে বাজারে যেতে পারছেন না কিংবা যেতে পারলেও কেনার সামর্থ্য নেই। তাই এসব পরিবারের বাড়ি বাড়ি শাক-সবজি বিতরণে আমার ক্ষুদ্র উদ্যোগ। এতে করে শাক-সবজির যেমন অপচয় হবে না তেমনিভাবে দরিদ্র মানুষরাও পুষ্টিকর কিছু খেতে পারবে। করোনাভাইরাসের কারণে অনেকেই বাজার করতে পারছেন না। নিম্নআয়ের হতদরিদ্র পরিবারগুলো এখন অনেকটাই অসহায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + nineteen =

Back to top button