জাতীয় প্রস্তাবিত ২০২০-২১ বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৪ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা আনা হয়েছে। এই বরাদ্দ ২০১৯-২০ অর্থবছরের মূল বরাদ্দের চেয়ে দুই হাজার ৩২২ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সোয়া ৩টার দিকে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে জাতীয় সংসদে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটটি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ ছিল ৩২ হাজার ৫২০ টাকা। এর বিপরীতে সংশেধিত বরাদ্দে প্রতিরক্ষা মন্ত্রণালয় খরচ করে ৩২ হাজার ৯৭৫ কোটি টাকা, যা মূল বাজেট থেকে ৪৫৫ কোটি টাকা বেশি।