Lead Newsজাতীয়

বাতিল হচ্ছে বাসের অতিরিক্ত ৬০ ভাগ ভাড়া

মহামারি করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব ও সুরক্ষা নীতির বাস্তবায়নসহ বেশকিছু শর্তে বর্ধিত ভাড়ায় (৬০ শতাংশ) গণপরিবহন চালু করেছিল সরকার। কিন্তু  নানা অভিযোগরে মুখে দাবি উঠে বাসের বর্ধিত ভাড়া বাতিলের। এবার সে সিদ্ধান্তই এসেছে। অতিরিক্ত ৬০ ভাগ ভাড়াও বাতিল করা হবে। 

বুধবার (১৯ আগস্ট) বিআরটিএর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। বুধবার বিকালে বিআরটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিক প্রতিনিধি, ডিএমপি, হাইয়ে পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, আজকের বৈঠকে মালিকরা জানিয়েছেন তারাও পূর্বের ভাড়ায় চলে যেতে আগ্রহী। সেক্ষেত্রে কিভাবে পরিবহন ব্যবস্থাপনা হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। আজকের বৈঠকের বিষয়গুলো মন্ত্রণালয়কে অবহিত করা হবে। সেখান থেকে মন্ত্রিপরিষদে পাঠানো হবে। মোট কথা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত যেভাবে গণপরিবহন চলছে সেভাবে চলবে।

উল্লেখ্য, গত ৩১ মে থেকে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় সরকার। ঈদুল আজহার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি ঠিকঠাক ভাবেই মানা হচ্ছিল গণপরিবহনে। তবে ঈদযাত্রায় ও ঈদ পরবর্তী সময় থেকে স্বাস্থ্যবিধির কোন লক্ষণ দেখা যাচ্ছে না গণপরিবহনগুলোতে। অনিয়ম করে যাত্রী বেশি নেয়া হচ্ছে এবং আদায় করা হচ্ছে বর্ধিত ভাড়াও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =

Back to top button