বাসের চাপায় পা হারানো রাসেলকে ৩ মাসের মধ্যে ২০ লাখ টাকা দেয়ার নির্দেশ
যাত্রাবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেলকে তিন মাসের মধ্যে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীণলাইনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
২০১৮ সালের ৪ এপ্রিল ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীনলাইন পরিবহণের বাসচাপায় হাঁটুর নিচ থেকে এক পা হারান ২৬ বছরের রাসেল সরকার। বাসচালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়া হয়।
পুলিশ সে সময় জানিয়েছিল, রাসেল একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন। তার গাড়িতে বাসটি ধাক্কা দিলে প্রতিবাদ জানাতে বাসটি থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাসটি তার উপর দিয়েই চালিয়ে দেন চালক। এতে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
রাসেল সরকারের জন্য ক্ষতিপূরণের অর্থ হিসেবে ৪০ লাখ টাকা নির্ধারণ করে হাইকোর্ট। প্রতি মাসে ৫ লাখ টাকা করে দিতে বলা হয়। এই নির্দেশের পর এ পর্যন্ত সাড়ে ১৩ লাখ টাকা দিয়েছে গ্রিনলাইন কর্তৃপক্ষ।