বাসে মোবাইল চেক করে বিএনপির নেতাকর্মীদের আটকের অভিযোগ
নয়াপল্টনে মহাসমাবেশে যোগ দিতে আসার পথে রাজধানীর উত্তরা এলাকায় দলের ৩০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
নয়াপল্টনে মহাসমাবেশে যোগ দিতে আসার পথে রাজধানীর উত্তরা এলাকায় দলের ৩০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপি সূত্র জানায়, আটককৃতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা হাসান উদ্দিন সরকারের ভাতিজা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদে অংশ নেওয়া সরকার শাহনুর ইসলাম রনি রয়েছেন।
হাসান উদ্দিন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শাহনুরসহ অনেককে আটক করেছে পুলিশ।’
টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান মণ্ডল ডেইলি স্টারকে বলেন, ‘সকাল ১১টার দিকে মহাসমাবেশে যোগ দিতে গাজীপুরের নেতাকর্মীদের নিয়ে রওনা হই। পথে পুলিশের চেকপোস্ট ছিল। উত্তরা এলাকায় আসার পর তল্লাশি চৌকিতে শাহনুরসহ দলের ৩০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।’
ঢাকা উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ এলাকা পর্যন্ত ৮টি স্থানে তল্লাশি চৌকি বসায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এসব তল্লাশি চৌকিতে উত্তরাঞ্চলের প্রায় ২৫টি জেলা থেকে আসা বিএনপি নেতাকর্মীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ (দক্ষিণ) মাহবুব উজ্জামান বলেন, ‘আমাদের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে চেকপোস্ট বসানো হয়। মূলত নাশকতা ঠেকাতেই পুলিশ পরিবহনের দিকে নজর রেখেছে।’
টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট তারেক বলেন, ‘আজ সড়কে গাড়ির চাপ তুলনামূলক কম দেখা গেছে।’
সূত্রঃ ডেইলি স্টার