বাহরাইনে প্রথমবার ইসরায়েলি বিমানের অবতরণ
সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পর ইসরায়েল ও বাহরাইনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়েছে। বুধবার রাজধানী মানামায় বাহরাইন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে প্রথম ইসরায়েলি বিমানটি।
আল আরাবিয়া জানায়, সংযুক্ত আরব আমিরাতের পথ ধরে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে বাহরাইন। এর এক সপ্তাহ পরেই মধ্যপ্রাচ্যের দ্বীপ রাষ্ট্রটিতে অবতরণ করলো ইসরায়েলি বিমান।
ফ্লাইটের তথ্যে দেখা গেছে, ইসরায়েলি ইসরা এয়ারলাইন্সের এয়ারবাস এ ৩২০ বিমানটি তেলআবিবের বেনগুরিয়ান বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রায় তিন ঘণ্টা পর বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
ইসরায়েল সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।