বাড়ি ফিরলেন করোনামুক্ত অমিতাভ বচ্চন
করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। রোববার (২ আগস্ট) মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি বাড়ি ফিরেছেন। এর আগে করোনায় আক্রান্ত হলে গত ১১ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার এক টুইট বার্তায় অমিতাভ বচ্চন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আমি কোভিড-১৯ পরীক্ষা করেছি। ছাড় দেয়া হয়েছে। আমি নির্জন কোয়ারেন্টাইনে ফিরে এসেছি।
এর আগে গত ১১ জুলাই অমিতাভের করোনা আক্রান্ত হওয়ার খবর আসার কিছুক্ষণ পরই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তার ছেলে অভিষেক বচ্চন। অভিষেক নিজেই তার টুইটারে এই তথ্য নিশ্চিত করেন।
এর এক সপ্তাহ পর অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যকে একই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মা-মেয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ২৭ জুলাই জানা যায়, মা-মেয়ে দুজনই করোনা থেকে মুক্ত হয়েছেন।
করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বচ্চন পরিবারের সবাই হাসপাতালে ভর্তি ছিলেন। তবে চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন ও আরাধ্য বচ্চন।