বাড়ি ভারতে চাকরি করেন বাংলাদেশের সিলেটে
সড়ক ও জনপথ অধিদফতরের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহার বাড়ি ভারতে বলে অভিযোগ উঠেছে। সরকারের একটি দায়িত্বশীল মন্ত্রণালয়ের অধীনে কীভাবে সে কাজ করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রোববার জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অনুষ্ঠিত কমিটির বৈঠকে তুষার কান্তি সাহার বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগ নিয়ে সংসদীয় কমিটিতে তোলপাড় হয়েছে। আগামী বৈঠকে তদন্ত রিপোর্ট কমিটির উপস্থাপনের জন্য বলেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রচারিত হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে বিতর্ক ও সমালোচনার ঝড়। এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে ‘বাড়ি ভারতে অফিস করেন বাংলাদেশে’ ইস্যু।
সরকারের সমালোচনা করে জনৈক মিজানুর রহমান লিখেছেন, “আমাদের সরকার দেখে না, এরা কারা? এদের চাকরি দিলো কে? এটা কি মগের মুল্লুক নাকি? আমদের দেশে লাখ লাখ বেকার, তাদের চাকরি নেই। আর এরা অন্য দেশ থেকে এসে চাকরি করে। হায়রে আমার দেশ!”