আন্তর্জাতিক

‘বিউবোনিক প্লেগে’ চীনে প্রথম মৃত্যু

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল মঙ্গোলিয়ায় এবার ‘বিউবোনিক প্লেগে’ আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মারমোটের (ইঁদুরজাতীয় প্রাণী) মাংস খাওয়ার পর ‘বিউবোনিক প্লেগে’ আক্রান্ত হয়ে ১৫ বছর বয়সী ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ মঙ্গলবার দেশটির জাতীয় জুনোটিক ডিজিজ সেন্টার জানায়, ওই কিশোর পশ্চিম মঙ্গোলিয়া প্রদেশের গোভি-আলতাইয়ে বসবাস করত। বিউবোনিক প্লেগের সংক্রমণ রোধে মঙ্গোলিয়ার পাঁচটি জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গোলিয়া কর্তৃপক্ষ বলছে, প্লেগ রোগের তিনটি ধরনের মধ্যে অন্যতম বিউবোনিক প্লেগ। ব্যাকটেরিয়াজনিত এই অসুখ ইঁদুরজাতীয় প্রাণীদের শরীরে থাকা পোকা বা আশপাশে বসবাসকারী মাছির মাধ্যমেও ছড়াতে পারে। যথাযথ চিকিৎসা না পেলে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রাপ্তবয়স্ক একজনকে মেরে ফেলতে পারে বিউবোনিক প্লেগ।

গত ১ জুলাই সিনহুয়া জানিয়েছিল, দেশটির পশ্চিম মঙ্গোলিয়ার খোভদ প্রদেশে দুজন বিউবোনিক প্লেগে আক্রান্ত হয়। তাদের একজনের বয়স ২৭ আরেকজনের ১৭। তারা দুই দুজনেই মারমোটের মাংস খেয়েছিল।

প্লেগ প্রতিরোধে তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছে মঙ্গোলিয়া কর্তৃপক্ষ। এ ছাড়া ইঁদুরজাতীয় প্রাণীসহ বিউবোনিক প্লেগ বহনকারী প্রাণী শিকার ও এগুলোর মাংস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − three =

Back to top button