সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পৌরসভা নির্বাচনে যে ফলাফল এসেছে সেটা দেশব্যাপী আওয়ামী লীগের উন্নয়নের স্বীকৃতি। শেখ হাসিনার ওপর আস্থা রেখেই মানুষ তাদের ভোট দিচ্ছে। অপরদিকে বিএনপির অপরাজনীতির কারণে তাদের ওপর আস্থা রাখতে পারছে না মানুষ। তাই দলটির প্রার্থীরা প্রত্যাখ্যাত হচ্ছেন।
রোববার (৩১ জানুয়ারি) আজিমপুরের সেভেন মার্ডার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশ নিয়েছিলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই হত্যা-সন্ত্রাস করে আসছে এবং উত্তরাধিকারের মতো এখনো সেটা বহন করে চলেছে। ১৯৯৪ সালের এই দিনে নির্বাচনে হেরে গিয়ে ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছিল আজিমপুরে। ব্রাশ ফায়ারের মাধ্যমে লালবাগের মাটি রক্তে রঞ্জিত করা হয়েছে। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ৭ জন আওয়ামী লীগ নেতাকর্মী। ইতিহাস তাদের কোনোদিন ভুলবে না।