Lead Newsরাজনীতি

বিএনপির আগুন সন্ত্রাসের দাঁতভাঙা জবাব দেয়া হবে: ওবায়দুল কাদের

উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি কোনোভাবেই বরদাশত করা হবে না। জানমালের নিরাপত্তায় জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) ওবায়দুল কাদের সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যতদিন অপরাজনীতি ত্যাগ না করবে, ততদিন রাজনীতিতে তারা আরও অপ্রাসঙ্গিক হয়ে উঠবে।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচনসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যে কোনো নির্বাচন এলেই বিএনপি হইচই করে মাঠ গরম করে অথচ ভোটের দিন তাদের আর মাঠে দেখা যায় না।

তিনি বলেন, ভোটে জনরায়ে প্রত্যাখ্যাত বিএনপি নেতারা বলে সরকার কারচুপি করে হারিয়ে দিয়েছে। এটি তাদের পুরনো অভ্যাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + ten =

Back to top button