বিএনপি একটি ‘ওহি-নির্ভর’ দল বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী । যেভাবে ওহি তথা নির্দেশনা আসে, বিএনপি সেভাবেই চলে।
আজ শনিবার একটি গণমাধ্যমের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে এমন মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী ।
বর্তমান পরিস্থিতিতে ঘরে না থেকে বিএনপির মাঠে নামা উচিত বলেও মনে করেন এ বুদ্ধিজীবী।
তিনি বলেন, বিএনপি একটি ‘ওহি নির্ভর’ দল। ইউকে (যুক্তরাজ্য) থেকে ওহি আসলেই হবে।’ দেশটিতে অবস্থান করছেন বিএনপির সিনিয়র ভাইরাস চেয়ারম্যান তারেক রহমান।
সরকার ভীষণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, আজকে খালেদা জিয়ার যে পপুলারিটি (জনপ্রিয়তা) সেটাকে তো আমরা না বলতে পারব না।। সরকার তাকে (খালেদা) জনগণের কাছ থেকে ভুলিয়ে রাখতে বেল (জামিন) না দিয়ে গুলশানের বাড়িতে রেখেছে। তবে সরকার এটা ভুল করছে বলে মনে করেন দেশের এই বুদ্ধিজীবী ।
তিনি আরও বলেন, বিএনপির উচিত মাঠে নেমে কাজ করা কিন্তু তারা সেটি করছেন না। তারা (বিএনপি নেতারা) দুই একটা বক্তৃতা দিয়েই নিজেদের দায়িত্ব সারছেন। তাহলে কে জনগণের পক্ষে কথা বলবে?