Lead Newsকরোনাভাইরাসনগরজীবন
বিএসএমএমইউ’র আরেক ডাক্তার করোনাতে আক্রান্ত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আরেকজন অধ্যাপক করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (৩ মে) তিনি নিজেই তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
ওই অধ্যাপক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘কয়েকদিন ধরেই শরীরটা বেশ খারাপ যাচ্ছিল। বিভাগের কাজেই বিএসএমএমইউ’তে যাতায়াত। আমার বিভাগে করোনা রোগীও ছিল। সাবধান থাকার চেষ্টাও করেছি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। করোনা পজিটিভ হলো।’
এ বিষয়ে জানতে ওই অধ্যাপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আরও দুজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা এরইমধ্যে সুস্থতা লাভ করেছেন।