বিতর্কিত পার্টি-ভিডিও এর ফরেন্সিক রিপোর্ট প্রকাশ্যে, বড় বিপদে করন জোহর
বিতর্কিত একটি পার্টির ভিডিও নিয়ে বড় ঝামেলায় ফাঁসতে চলেছেন পরিচালক তথা প্রযোজক করন জোহর। গত বছরে করনের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, সাহিদ কাপুর, মালাইকা অরোরা সহ বেশ কয়েকজন খ্যাতনামা তারকা।
পার্টির ভিডিওটি প্রকাশ্যে আসতেই অভিযোগ ওঠে উপস্থিত তারকারা সেখানে মাদক সেবন করছিলেন। এমনকি মাত্র কিছুদিন আগেই অকালি শিরোমণি দলের প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং শীর্ষা এই ঘটনার তদন্তের আর্জি নিয়ে NCB এর দিল্লি অফিসের দ্বারস্থ হয়েছিলেন। ভিডিওটির ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষার পরেই NCB তদন্তে নামবে বলে জানা গিয়েছিল।
এবার ফরেন্সিক টিমের তরফে ভিডিওটির রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ফরেন্সিক রিপোর্ট অনুসারে, ভিডিওটিতে কোনো এডিট করা হয়নি বা কাটাছেঁড়াও করা হয়নি। এবার NCB নিজেদের মতো ভিডিওটি নিয়ে তদন্ত শুরু করতে পারে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে NCB। আগামী সোমবার বা মঙ্গলবার সম্ভবত একটি বৈঠকও হতে পারে এই বিষয়ে। NCB এর টিম দিল্লি পৌঁছালেই সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়ে করন জোহরের বাড়িতে একটি পার্টির ভিডিও তুমুল ভাইরাল হয়। সেই সময় অনেকেই দাবি করেন পার্টিতে উপস্থিত তারকারা মাদক সেবন করছিলেন। তখন এই বলি তারকাদের বিরুদ্ধে পুলিসে অভিযোগও দায়ের করেছিলেন মজিন্দর সিং শীর্ষা।
এরপরে এক সাক্ষাৎকারে করন বলেন, “যারা পার্টিতে উপস্থিত ছিলেন সকলেই নামজাদা তারকা। আমার বাড়িতে একটু আনন্দই করছিলেন তাঁরা। যদি তাঁরা মাদক সেবনই করবেন তাহলে আমি সেই সময় ভিডিও তুলে শেয়ার কেন করব?”
করন আরও বলেন, “ভিকি কি নিজের ফোন পকেটে হাত দিয়ে রাখতে পারেন না? নাকেও হাত দিতে পারেন না? আর ফোনের উপর আলো পড়তে মনে হয়েছে ওটা কোনও গুঁড়ো বস্তু।” পরিচালক আরও জানান, ভিকি সেই সময় সবে ডেঙ্গু থেকে সুস্থ হয়েছিলেন। গরম জলে লেবু দিয়ে খাচ্ছিলেন তিনি। এমনকি এই ভিডিও করার পাঁচ মিনিট আগেও করনের মা বসেছিলেন তাঁদের সঙ্গে।