বিদ্যুতের জন্য চারটি পরমাণু চুল্লি তৈরি করছে আমিরাত
দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় চারটি পরমাণু চুল্লি তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির রাজধানী আবুধাবির পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বারাকাহ পরমাণু স্থাপনায় এই চুল্লি নির্মাণ করা হবে।খবর ব্লুমবার্গের।
তবে নানা কারণে এবং নিরাপত্তার দিক বিবেচনা করে চুল্লি নির্মাণের কাজ শুরু করতে দেরি হয়েছে। দেশটির জাতীয় পরমাণু নিয়ন্ত্রক সংস্থা এখন চুল্লি নির্মাণের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।
আরব বিশ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাতই সর্বপ্রথম পরমাণু চুল্লি তৈরি করার জন্য বিদেশি বিশেষজ্ঞদের লাইসেন্স ইস্যু করেছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি হামাদ আল-কাবি গত সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশটি চারটি পরমাণু চুল্লি নির্মাণ করবে, তবে প্রাথমিকভাবে একটির নির্মাণকাজ শুরু হবে।
সংযুক্ত আরব আমিরাতের এ পরমাণু স্থাপনা নির্মাণ করছে দক্ষিণ কোরিয়ার একটি জ্বালানি কর্পোরেশন। পরমাণু স্থাপনাটি নির্মাণে দুই হাজার ৪৪০ কোটি ডলার খরচ হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত বলছে, চারটি পরমাণু চুল্লি চালু হলে ৫ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা দেশটির জাতীয় চাহিদার শতকরা ২৫ ভাগ।
দেশটির কর্মকর্তারা জানুয়ারিতে জানিয়েছিলেন, ওই পরমাণু স্থাপনা আগামী কয়েক মাসের মধ্যে চালু হবে, তবে হামাদ আল-কাবি পরমাণু স্থাপনা চালুর ব্যাপারে কোনো নির্দিষ্ট সময় সূচি উল্লেখ করেননি।