গ্যাসের বৃদ্ধি হলেও বিদ্যুতের মূল্যবৃদ্ধি হবে না সরকারের এমন বক্তব্যের পরও কেন মূল্যবৃদ্ধি হচ্ছে তার ব্যাখ্যা চেয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবিত পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানিতে দলটির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ ব্যাখ্যা জানতে চান।
শুনানিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মিজানুর রহমান, আব্দুল আজিজ, রহমান মুরশেদ, মাহমুদ উল হক ভুঁইয়া প্রমুখ।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণশুনানিতে বিএনপি নেতা আলাল প্রশ্ন রেখে বলেন, ২০১৮ সালে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে কমিশন বলেছিল গ্যাসের দাম বাড়লেও বিদ্যুতের দাম বাড়বে না। তাহলে এখন কেন বিদ্যুতের দাম বাড়ানোর শুনানি হচ্ছে।
উত্তরে বিইআরসির সদস্য মিজানুর রহমান বলেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মূল্যবৃদ্ধি না করার কথা বলা হয়েছিল, সেটা বাড়েনি। গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির কথা বলা হয়েছিল। এলএনজি আশায় বিদ্যুতের উৎপাদন খরচ কমেছে।
এ প্রেক্ষিতে কারাগারে না গেলে আবার শুনানিতে এসে এসব কথা মনে করিয়ে দেব বলে মন্তব্য করে বিএনপির এই যুগ্ম মহাসচিব।
এ সময় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কুইক রেন্টালের মেয়াদ নিয়ে জানতে চাইলে করলে পিডিবির পক্ষ থেকে জানায়, কুইক রেন্টালের একেকটির মেয়াদ এক এক সময়ের। ফলে একই সঙ্গে সব বন্ধ হবে না। কিন্তু ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। এরই মধ্যে বেশকিছু কেন্দ্র বন্ধ হয়েছে। আর এ কেন্দ্রগুলো নবায়ন করা হচ্ছে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত পিডিবি প্রস্তাবিত পাইকারি মূল্য হার পরিবর্তনের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পিজিসিবি প্রস্তাবিত সঞ্চলন মূল্যহার পরিবর্তন নিয়ে শুনানি হয়। ১ ডিসেম্বর থেকে শুরু হবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবিত মূল্যের ওপর শুনানি।
প্রথম দিন ডিসেম্বর মাসের ১ তারিখে সকাল ১০টায় শুরু হবে পিডিবির গ্রাহক পর্যায়ে মূল্যহার পরিবর্তনের ওপর শুনানি। একই দিন দুপুর ২টায় শুরু হবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের শুনানি। পরদিন ডিসেম্বরের ২ তারিখে সকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এবং দুপুরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের শোনানি অনুষ্ঠিত হবে।