অপরাধ ও দূর্ঘটনা
বিপুল পরিমান নকল হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজারসহ একজন আটক
চাঁদপুরে বিপুল পরিমান নকল এবং ভেজাল স্যাভলন ও হ্যান্ড হাইজিন, হ্যান্ড স্যানিটাইজারসহ একজনকে করেছে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় ওসি ডিবি রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স চাঁদপুর মহিলা কলেজের নিকটবর্তী স্বর্ণ মার্কেট এর দ্বিতীয় তলার নিলুফা ভবনে অভিযান চালিয়ে এক লিটারের ৫০০ কন্টেইনার ভেজাল ও নকল স্যাভলন, ৫০০ পিস হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজারসহ সোয়েব মোহাম্মদ কলিম (৪৫) কে আটক করা হয়।
ধৃত কলিম চাঁদপুর সদর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের ধনপর্দী সাকিনের মৃত রুহুল আমিনের ছেলে। ধৃত আসামীর বিরদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু প্রক্রিয়াধীন।