মহামারী করোনাভাইরাসের কারণে প্রায় বছরখানেক বন্ধ থাকার পর ঢাকা-কাঠমুন্ডু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে সরকারি সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রতিষ্ঠানটিতে কর্মরত জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পকিবার ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।
বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিটে প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বলে জানিয়েছেন তিনি – “দীর্ঘ বিরতির পর আজকে (বৃহস্পতিবার) দুপুরে বিমানের বিজি ০৭১ ফ্লাইটটি ঢাকা থেকে ১০৬ জন যাত্রী নিয়ে কাঠমুন্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়।”
তাহেরা জানিয়েছেন বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।
কোভিড-১৯ মহামারীর মধ্যে মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর জুন থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু হলে বিমানও ফ্লাইট পরিচালনা শুরু করে বলে যান যায় ।
নিয়মিত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকলেও বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার পাশপাশি ওই সময়ে বিমান বিদেশি নাগরিকদের ফেরত পাঠাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছিল বলে জানানো হয়।