Lead Newsজাতীয়

বিল্ডিং কোড না মানলে ট্রেড লাইসেন্স নবায়ন হবে না

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, “বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) না মানলে ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না।

শনিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকার ছয়তলা ভবনের তৃতীয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, “এই বিল্ডিংটা অনেক পুরোনো। ন্যাশনাল বিল্ডিং কোড অর্থাৎ বিএনবিসি-২০০৬ করার আগে বিল্ডিংটি করা হয়। যতদূর জেনেছি- ভবনে ক্রেস্ট বানানোর গোডাউন রয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, সেটি অবশ্যই তদন্তে বের হবে। আমরা এখনো সেটা বুঝতে পারছি না। তারা বলছে, বিকল্প সিঁড়ি পেছন দিয়ে আছে।”

মেয়র বলেন, “এখানে আগে অনেক গার্মেন্টস ছিল, সেটা স্থানান্তর হয়ে গেছে। এখন আমরা আগে দেখব, ভেতরে কোনো লোক আছে কি-না। তবে কেউ আটকা পড়ার খবর পাইনি। ফায়ার সার্ভিসের তিনটি টিম ভেতরে ঢুকেছে। সিটি করপোরেশনের টিমও ঢুকেছে। কেউ যদি আটকা পড়ে থাকেন, তাদের উদ্ধার করা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘এটা পুরনো বিল্ডিং। তবে ঝুঁকিপূর্ণ কি-না সেটা বলবে বুয়েট। বিল্ডিং কোড হয়েছে ২০০৬ সালে। তার আগে এ বিল্ডিং হয়েছে। আমাদের কথা হলো- যারা আগে বিল্ডিং করেছেন, গার্মেন্টসও অনেক আগে হয়েছে। কিন্তু এরপরও লোহার সিঁড়ি করা হচ্ছে।

আঞ্চলিক কর্মকর্তাকে বলেছি এ বিল্ডিংয়ে পরবর্তীতে যারা আসবেন, লাইসেন্স নেয়ার জন্য প্রত্যেকটি বিল্ডিংয়ের মালিককে বিএনবিসি কোড মেনে ট্রেড লাইসেন্স দিতে হবে। এ এলাকার বড় বড় বিল্ডিং মালিকদের বলব- বিএনবিসি কোড মেনেই ট্রেড লাইসেন্স নিতে হবে। বিএনবিসি মেনে আসলেই তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + sixteen =

Back to top button