ক্রিকেটখেলাধুলা

বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে লাইভে আসছেন মুশফিক

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে মাঠে খেলা বন্ধ। অফুরন্ত সময় কাটাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ভক্ত-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন ক্রিকেটাররা। তামিম ইকবাল-মুশফিকুর রহিমের লাইভ আড্ডার মধ্য দিয়ে শুরু হওয়া এই চলে এবার যোগ দিচ্ছেন আকবর আলী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক মুশফিকের সঙ্গে লাইভ আড্ডায় যোগ দেবেন।

গত শনিবার মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের সঙ্গে লাইভ আড্ডায় যোগ দেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর একে একে মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ লাইভ আড্ডা দেন। এছাড়া নিজের ফাউন্ডেশনের পেজ থেকে কয়েকবার লাইভ সেশন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এতদিন মূল জাতীয় দলে খেলা ক্রিকেটাররা লাইভ আড্ডায় এলেও এবার আসছেন যুব দলের অধিনায়ক আকবর আলী। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার পচেস্টফ্রুমে তার নেতৃত্বেই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জেতে বাংলাদেশ। এদিকে এই আড্ডায় আকবরের সঙ্গী মুশফিক এক সপ্তাহের মাঝে তৃতীয়বারের মতো লাইভে আসছেন।

এই দুজনের লাইভ সেশন শুরু হবে শনিবার রাত ১০টায়। ‘স্পোর্টস ফর লাইফ’-নামের ফেসবুক পেজ থেকে লাইভ আড্ডায় আসবেন দুই ক্রিকেটার। এদিন মুশফিকের প্রথম দ্বিশতক করা ব্যাট ও আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে খেলা জার্সিটি নিলামে তোলা হবে।

শনিবার রাত ১০টা থেকে শুরু হওয়া নিলামটি চলবে আগামী বুধবার (১৪ মে) রাত ১০টা পর্যন্ত। মুশফিক ও আকবরের স্মৃতি স্মারকের নিলামটি পিকাবু নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে।

এবারের নিলামে শুধু মুশফিকের ব্যাট ও আকবরের জার্সি নয়, আরো কয়েকজন ক্রিকেটারের স্মারক তোলা হবে। এগুলো হলো- মোসাদ্দেক হোসেনের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলা ব্যাট, ২০১১ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়া সকল খেলোয়াড়দের স্বাক্ষরিত ব্যাট, ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলা মোহাম্মদ নাঈম শেখের ব্যাট এবং মাশরাফী বিন মোর্ত্তজার অটোগ্রাফযুক্ত একটি ক্যাপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 10 =

Back to top button