বিশ্বকাপ বাছাই পর্বে ১-০ গোলে আর্জেন্টিনার জয়
বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে বুয়েন্স আইরেসের স্তাদিও মনুমেন্টাল অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে পেরুকে। খেলার ৪২তম মিনিটেই খেলার ফলাফল নির্ধারিত হয়ে যায়। নাহুয়েল মলিনার কাছ থেকে আসা বলে লটেরো মার্টিনেজের দুর্দান্ত হেড অপ্রতিরোধ্যভাবে পেরুর জালে প্রবেশ করে।
আগের ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ফলে এই ম্যাচে আরো বড় ব্যবধানে জয় পাওয়াই ছিল প্রত্যাশিত। খেলায় তাদের প্রাধান্যও ছিল। কিন্তু গোলের দেখা পাওয়া যায়নি।
আর্জেন্টিনা গোলের দেখা যায় ৪২তম মিনিটে এসে। মলিনার ক্রস বাড়ান মার্টিনেজের উদ্দেশ্যে। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কোনো সুযোগই দেননি তিনি। লাফিয়ে উঠে হেডে জাল খুঁজে নেন ইন্টার মিলান স্ট্রাইকার।
বিরতির পর ৬৫ মিনিটে ম্যাচে সমতা আনার দারুণ সুযোগ পায় পেরু। ডিফেন্ডারকে পেছনে ফেলে দেয়া জেফারসন ফারফানকে বক্সে ফাউল করেন গোলরক্ষক মার্টিনেজ। পেনাল্টি পেয়ে যায় পেরু। ইয়োশিমার ইয়োতুন পেনাল্টি মারেন ক্রসবারে।
এর চার মিনিট পর মেসির ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকান পেরু গোলরক্ষক। কিছুক্ষণ পর জালে বল জড়িয়েছিলেন গুইদো রদ্রিগেজ। কিন্তু এর আগেই তিনি প্রতিপক্ষের ফুটবলারকে ফাউল করলে গোলটি বাতিল হয়। এক গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে।
১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তালিকার দুইয়ে আছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে পেরু। তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন ক্ষীণ হচ্ছে ধীরে ধীরে।