করোনাভাইরাসক্রিকেটখেলাধুলা

বিশ্বকাপ রাঙানো সেই প্রিয় ব্যাটটাই নিলামে তুললেন সাকিব (ভিডিও)

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করেনি, কিন্তু সাকিব আল হাসান খেলেছিলেন অসাধারণ। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছিলেন তিনি। পুরো টুর্নামেন্টে একটি ব্যাট দিয়েই খেলেছেন তিনি। ইতিহাস গড়া সেই ব্যাট এবার নিলামে তুলছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। করোনার জন্য তহবিল গঠনে নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলছেন সাকিব।

গতকাল মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এ ঘোষণা দেন সাকিব। নিলাম শুরু হবে আজ বুধবার রাত ১০টায় ।

গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল বাংলাদেশ। আসরে দুর্দান্ত খেলে ছিলেন সাকিব। ব্যাট হাতে ৮৬.৫৭ গড়ে করেছেন ৬০৬ রান, যাতে ছিল দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি।

সেই ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়ে সাকিব বলেন, ‘আমি আগেও বলেছিলাম, আমার একটি ব্যাট নিলামে তুলতে চাই। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি।  ব্যাটটি আমার অনেক প্রিয়। গত বিশ্বকাপে ব্যাটে-বলে আমার পারফরম্যান্স বেশ ভালো ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স ছিল। একটি ব্যাট দিয়েই পুরো বিশ্বকাপে ব্যাটিং করেছি, টেপ লাগিয়েও খেলেছি।  এই ব্যাট দিয়ে শুধু বিশ্বকাপে ব্যাটিং করেছি, তা নয়। বিশ্বকাপের আগে, বিশ্বকাপের সময় এবং পরে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি রান করেছি। যেহেতু আমার খুব প্রিয় একটি ব্যাট, তাই সহজে ছাড়তেও মন চায় না। তারপরও আমার কাছে মনে হলো, ভালো কাজের জন্য যদি এটা কাজে লাগে, তাহলে অবশ্যই ভালো হবে।’

ক্রিকেটপ্রেমীদের এই নিলামে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সাকিব বলেন, “২২ এপ্রিল ‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে তোলা ব্যাটের আয়কৃত অর্থের পুরোটা চলে যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনের তহবিলে। ফাউন্ডেশনের পেজেও এর বিস্তারিত দেওয়া থাকবে।”

নিলামের ঘোষণার আগে সাকিব ফেসবুক লাইভে বলেছিলেন, ‘অনেক দেশের ক্রিকেটাররা তাঁদের টি-শার্টের পাশাপাশি ক্রিকেট সরঞ্জাম নিলামে নিচ্ছেন। আমরা এ রকম কিছু করতে পারি। এটি অটোগ্রাফসহ আমাদের যেকোনো ব্যাট হতে পারে। আমরা ফেসবুক বা ফাউন্ডেশনের মাধ্যমে এই জিনিসগুলো নিলাম করতে পারি।’

সাকিব ছাড়াও অসহায়দের পাশে দাঁড়াতে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির ইতিহাসগড়া ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − six =

Back to top button