বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে আলাদা কমিশনের কথা বললেন শিক্ষামন্ত্রী
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন যে প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ দেয়া হয়, তা যথার্থ নয়। তাই আগামীতে শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটি কমিশন গঠন করা যেতে পারে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমনটি বলেছেন।
টিএসসি মিলনায়তনে শুক্রবার আয়োজিত ‘প্রসঙ্গ উচ্চশিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের বিষয়ে তিনি বলেন, একটি কমিশন গঠনের ব্যাপারে আলোচনা করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক মিজানুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
এতে মুখ্যবক্তা ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদ ডীন অধ্যাপক সাদেকা হালিম। এছাড়া আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রলীগের দুজন প্রতিনিধি।