Lead Newsকরোনাভাইরাস
বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ২ কোটি ৮৫ লক্ষাধিক মানুষ
সারাবিশ্বে মহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার ২০২ জন। আক্রান্তের তুলনায় এই হার ৯৬ শতাংশ।
বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়েছে কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৪৭০ জন। এর মধ্যে মারা গেছে ১০ লাখ ৮৫ হাজার ৩৩৫ জন।
মঙ্গলবার সকাল পযন্ত ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে এমনটাই দেখা গেছে।
তবে শীতের প্রকোপ আসার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত ও মৃতের হার বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এরই মাঝে ইউরোপের দেশগুলোতে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। গত একদিনে ইউরোপের দেশগুলোতে মোট আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৩২৩ জন। মৃত্যু হয়েছে ৭৫৪ জনের।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজার ২৩২ জন। মারা গেছে ৩ হাজার ৭৫৬ জন।