Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

বিশ্বে এখন ৫০ লাখেরও বেশি মানুষ করোনামুক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৪১ হাজার ৭৩১ জন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৯০৮ জন মানুষের।

তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫০ লাখ ৩৪ হাজার ২৫ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার-এর পরিসংখ্যান অনুযায়ী, চীনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশগুলোতে দিন দিন বাড়ছে সুস্থতার সংখ্যা। এছাড়া আমেরিকাতে মৃত্যুর সংখ্যার পাশাপাশি সুস্থতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- চীনে ৭৮ হাজার ৪২৫ জন, জার্মানিতে ১ লাখ ৭৫ হাজার ৭০০ জন, যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৮ হাজার ২৪৭ জন, ব্রাজিলে ৫ লাখ ৯৪ হাজার ১০৪ জন, ইরানে ১ লাখ ৬৯ হাজার ১৬০ জন, ইতালিতে ১ লাখ ৮৪ হাজার ৫৮৫ জন, তুর্কিতে ১ লাখ ৬২ হাজার ৮৬৮ জন, রাশিয়ায় ৩ লাখ ৫৬ হাজার ৪২৯ জন, চিলিতে ২ লাখ ১০ হাজার ৫৭০ জন, মেক্সিকোতে ১ লাখ ৪০ হাজার ১১৮ জন, ফ্রান্সে ৭৪ হাজার ৮৭১ জন, ভারতে ২ লাখ ৫৮ হাজার ৫২৩ জন, বাংলাদেশে ৪৭ হাজার ৬৩৫ জন।

এদিকে, আক্রান্তের ও মৃত্যুর দিক থেকে ইতালি, স্পেন, চীনকে পেছনে ফেলে বর্তমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ১৭ হাজার ২২২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৬৯ জন।

আক্রান্তের দিক থেকে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ৫২ হাজার ৬৪৯ জনের। দেশটিতে দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

তৃতীয়তে আছে রাশিয়া। দেশটিতে করোনা সংক্রমণে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৯ হাজার ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৫৯ জনের।

এদিকে কিছুদিন আগেও আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে থাকা দেশ চীনে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা কমেছে। গত কয়েকদিন ধরে দেশটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪১৮ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

এদিকে, আক্রান্তের দিক থেকে ৪ নম্বরে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৬২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৮৩ জনের।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫৪৫ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৬৩৫ জন।

উল্লেখ্য, নতুন এই ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্ণ। ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এই ভাইরাস নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা তর্ক-বিতর্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =

Back to top button