বিশ্ব সম্প্রদায় প্রধানমন্ত্রীর দুর্যোগ মোকাবিলার প্রশংসা করছেঃ তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি যেভাবে মোকাবিলা করছেন তার জন্য বিশ্ব সম্প্রদায় প্রশংসা করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
রোববার এক ভিডিও বার্তায় এ কথা বলেন তথ্যমন্ত্রী।
আওয়ামী লীগ আলাদিনের চেরাগ হাতে পেয়েছে বিএনপি নেতার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের এ নেতা বলেন, রিজভী আহমেদ যেভাবে বক্তব্য রাখছেন সেগুলো উদভ্রান্ত বক্তব্যের প্রলেপ। এই দুর্যোগের সময় ও বিএনপি নেতা রিজভী আহমেদসহ বিএনপির অন্য নেতারা ফটোসেশন বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি নিয়ে ব্যস্ত।
তিনি আরো বলেন, বিএনপি নেতারা যাই বলুক না কেনো?এই মহাদুর্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মোকাবিলা করে যাচ্ছেন, সেটি আজকে বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকেও প্রশংসিত হয়েছে। বিশ্ব অর্থনীতি ফোরাম ম্যাগাজিন ‘ফোর্বস’ এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা প্রশংসা করার সংস্কৃতি লালন করে না। এটি একটি দুঃখজনক।