বিড়াল ছানার দুই মুখ, ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা
বর্তমান বিশ্বে নানা অদ্ভুত ঘটনার সাক্ষী হচ্ছে মানুষ। দুই মাথার সাপ থেকে শুরু করে ব্যাঙের কাছে চিতার, মুরগির কাছে সাপের পরাজয়ের মতো বিস্ময় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এবার ভাইরাল হলো এক বিড়াল ছানার দুই মুখের দুটি নাক ও চারটি চোখের ভিডিও। যেটি ভাইরাল হওয়ার পর তাজ্জব বনে গেছেন নেটিজেনরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের একটি পরিবারে জন্ম নেয় দুই মুখওয়ালা একটি বিড়াল ছানা। ছানাটির নাম রাখা হয়েছে ‘বিসকুটস অ্যান্ড গ্র্যাভি’। তাকে আদর করে বিসকুটস নামেই ডাকা হচ্ছে।
লালন-পালনকারী পরিবারটি জানায়, বিড়ালছানাটির জন্মের পর দুটি মুখ দেখে অবাক হয়েছিলেন পরিবারের সব সদস্যরা। দুটি মুখ দিয়েই ছানাটি খেতে পারে।
এক মুখ দিয়ে খাবার খাওয়ার সময় অন্য মুখে ম্যাও শব্দ করতে পারে। বিড়াল ছানাটির দুটি মুখে দুটি নাক ও চারটি চোখও রয়েছে। এমন বিরল বিড়াল ছানা বেশি দিন বাঁচে না। তবে বিসকুটস বেশি দিন বাঁচবে বলে পরিবারটি আশাবাদী। সুত্রি সিবিএস নিউজ