বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক
মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে সংযুক্ত আরব আমিরাতের একটি পরিবার।
আমন্ত্রণপত্রে বলে দেওয়া হয়েছে, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হলে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে। দেশটির রাস আল-খাইমাহ নামক এলাকায় এমন ঘটনা ঘটেছে।
খালেজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কনের বাড়িতে। শুক্রবার রাতে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া সবাইকে করোনা টেস্ট করতে হয়েছে এবং এর ফলাফল নেগেটিভ তা নিশ্চিত করেই তাদের অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয়েছে।
পরিবারটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শাসকের নির্দেশনা মেনে অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন নিয়ম ঠিক করা হয়।
এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করে, দেশের সবাইকে সরকারঘোষিত নির্দেশনাগুলোকে মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা এবং বড় সমাবেশ এড়িয়ে চলা।
তবে এত নিয়ম মেনে শেষ পর্যন্ত মাত্র ২৫ জন অতিথি উপস্থিত থাকতে পেরেছিলেন। আর উৎসবমুখর পরিবেশেই বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।