আন্তর্জাতিক

বিয়ে ও সন্তানের সুখবর দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রেমিকা ক্যারি সিমন্ডসের সঙ্গে  এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ের খবরের সঙ্গে নিজেদের অনাগত সন্তানের কথাও জানিয়েছেন জনসন-সিমন্ডস হবু দম্পতি। গতকাল শনিবার এ খবর নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিট (ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়)।

সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে নিজেদের বিয়ের কথা জানিয়েছেন ক্যারি সিমন্ডস। আগামী গ্রীষ্মের শুরুতেই আসতে যাচ্ছে তাঁদের সন্তান।

গেল ২০০ বছরের মধ্যে বিট্রেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রথম গাটছড়া বাঁধতে যাচ্ছেন বরিস জনসন। সেই সঙ্গে বাড়তি চমক হিসেবে নিজেদের আগামী সস্তানের কথাও ঘোষণা দিয়েছেন জনমন-সিমোন্ডস দম্পতি।

আগামী গ্রীষ্মের শুরুতেই আসতে যাচ্ছে জনস-সিমন্ডস দম্পতির প্রথম সন্তান। এরই মধ্যে গেল বছরের শেষের দিকে নিজেদের বাগদান সম্পন্ন করেছেন তাঁরা।

বিয়ে ও অনাগত সন্তানের সুখবর শুনে তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন সরকারি সব আমলা ও সুধিজনেরা। ২০১২ সাল থেকে জনসনের সঙ্গে সম্পর্কের সূচনা হয় সিমন্ডসের। সিমন্ডসই একমাত্র যিনি বিয়ের আগে থেকেই বিট্রেন প্রধানমন্ত্রীর সঙ্গে ডাউনিং স্ট্রিটে থাকার সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সিমন্ডস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 7 =

Back to top button