বিয়ে-হানিমুন শেষে কাজে ফিরেছেন মিথিলা
বিয়ে-হানিমুন পর্ব শেষে কাজে ফিরেছেন মিথিলা। আগামী ভ্যালেন্টাইনস ডে-তে ‘প্রাইসলেস’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। জাফরিন সাদিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী।
নাটকটিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এছাড়া অভিনয় করেছেন মিথিলার ছোট বোন ইফফাত রশীদ মিশৌরী-সহ আরও অনেকে।
গত বছরের ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। তবে বিয়ের পরও তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছেই। বিদেশে পড়তে যাওয়া, হানিমুন, মিথিলার দ্বিতীয় বিয়ে, হিন্দু-মুসলিম, গো-মাংস খাওয়া নানা কিছু নিয়েই ট্রোল করা হয়েছে দম্পতিকে। যদিও ব্যক্তিগত জীবনে এই আলোচনা বাইরে রেখে আবারও কাজে ফিরলেন মিথিলা।
নাটকটির প্রসঙ্গে মিথিলা জানিয়েছেন, গৌতম কৈরীর সঙ্গে আগেও কাজ করেছি। অভিজ্ঞতা ভালো ছিলো। এবারের নাটকটির গল্প সুন্দর। এখানে আমাকে ত্রিশ বছর আগে ও পরের দুটি বয়সের চরিত্রে উপস্থাপন করা হয়েছে। প্রত্যাশা করি একটি ভালো নাটক হবে।