বুড়িগঙ্গায় লঞ্চডুবিঃ এ পর্যন্ত ২৫ মৃতদেহ উদ্ধার
রাজধানীর শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গায় প্রায় শতাধিক যাত্রীসহ আজ সকালে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যাদের মধ্যে ৬ জন নারী এবং ৩ জন শিশু।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। লাশগুলোকে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী ‘মর্নিং বার্ড’ নামের লঞ্চটির সাথে ‘ময়ূর-২’ নামক আরেকটি লঞ্চের ধাক্কা লাগে, সকাল ৯.৩০ এ অন্তত ১৫০ জন যাত্রীসহ ডুবে যায়, প্রত্তক্ষদর্শীদের মতে অন্তত ৫০ জন যাত্রী সাঁতরে নিরাপদ স্থানে পৌছাতে সক্ষম হন। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন।
তিনি আরও জানান, ”উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ নারায়নগঞ্জ থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।”