বুর্জ খলিফায় ভেসে উঠলো শাহরুখের জন্মদিনের শুভেচ্ছাবার্তা
বলিউডের কিং খান শাহরুখ ৫৪তে পা রেখেছেন। বেশ জমকালো আয়োজনে এবারের জন্মদিন পালন করেছেন তিনি। মুম্বাইয়ে তার বাড়ি মান্নাতের সামনে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। তবে শাহরুখ সম্ভবত বেশি চমকে গেছেন বিশ্বের অন্যতম উচু ভবন বুর্জ খলিফা কর্তৃপক্ষের দেয়া উপহারে। আকাশছোঁয়া সেই ভবনে ভেসে উঠেছে শাহরুখের জন্মদিনের শুভেচ্ছা বার্তা।
সেই সময়ের একটি ভিডিও এসেছে অনলাইনে। অনেকেই বুর্জ খলিফায় ভেসে উঠা সেই অভূতপূর্ব দৃশ্য ভিডিও করেছেন। শাহরুখ নিজেও সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
শাহরুখ দুবাই করপোরেশন ফর টুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিংয়ের ‘বি মাই গেস্ট’ কর্মসূচির শুভেচ্ছাদূত। তিনি এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সারা বিশ্বের মানুষকে দুবাই শহরেরর অতিথি হওয়ার আমন্ত্রণ জানান। জন্মদিনে শুভেচ্ছা জানানোয় শাহরুখ বুর্জ খলিফার ডেভেলোপার মোহামেদ আলাবার ও বুর্জ খলিফা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।