বুয়েটে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটার দাবি নাকচ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষার্থী ভর্তির দাবি নাকচ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক আলোচনা সভায় এ দাবি নাকচ করা হয়।
অধ্যাপক ডঃ ফোরকান উদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মুক্তিযুদ্ধ আজ হতে ৩৪ বছর পূর্বে হয় এবং এ যাবৎ কোন কোটা ছাড়াই এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোটা সিস্টেম চালু হইলে বুয়েটের শিক্ষা কার্যক্রম স্ট্যান্ডার্ড ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকিবে। সার্বিক বিবেচনায় একাডেমিক কাউন্সিল কোটা সিস্টেম চালুর বিপক্ষে মত প্রদান করেন।”
সম্প্রতি বুয়েটে মুক্তিযোদ্ধা সন্তান কোটা দাবি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেয় ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’ এর আহবায়ক অহিদুল ইসলাম তুষার।
এদিকে এ সিদ্ধান্তের বিরোধিতা করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এর সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রার মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছেন। ৪৮ ঘন্টার মধ্যে তার অপসারণ করতে হবে।